শনিবার, ২১ জুন, ২০২৫

সালমোনেলোসিস/ফাউল টাইফয়েড ভ্যাকসিন (Salmonellosis/Fowl Typhoid Vaccine)

 সালমোনেলোসিস/ফাউল টাইফয়েড ভ্যাকসিন (Salmonellosis/Fowl Typhoid Vaccine)


সালমোনেলোসিস/ফাউল টাইফয়েড গৃহপালিত মোরগ-মুরগির একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। এ রোগ তীব্র ও দীর্ঘমেয়াদী (Chronic) প্রকৃতির হয়ে থাকে। তীব্র প্রকৃতির রোগে মোরগ-মুরগির উচ্চ তাপমাত্রা ও হঠাৎ মৃত্যু হয়। দীর্ঘমেয়াদে (Chronic) মোরগ-মুরগির খাদ্য গ্রহণে অনিহা, ঝুঁটি বিবর্ণ হওয়াসহ সবুজ বা হলুদ বর্ণের ডায়রিয়া দেখা দেয় যা মলদ্বারের আশেপাশের পালকে লেগে থাকে। এ রোগে আক্রান্ত পাখির ওজন ও ডিম উৎপাদন দ্রুত কমে যায়। আক্রান্ত মোরগ-মুরগির মল, দূষিত খাদ্য ও পানির মাধ্যমে সুস্থ পাখিতে রোগ সংক্রমিত হয়। বাহক মুরগির ডিমের মাধ্যমে বাচ্চাতে এ রোগের সংক্রমণ হয়।

ভ্যাকসিন সিড: সালমোনেলা গেলিনেরাম-এর ফিল্ড স্ট্রেইন LRI 49 (SG) ও 9R স্ট্রেইন।


অরিজিন: প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকা।


ব্যবহারবিধি: ৬ সপ্তাহের উর্ধ্ব বয়সী মোরগ-মুরগিতে প্রখম ভ্যাকসিন দেওয়া হয়। ১ম ডোজের ৩০ দিন পর বুস্টার ও পরে ৬ মাস অন্তর নিয়মিত ভ্যাকসিন দিতে হয়। গলার চামড়ার নিচে ০.৫ মিলি করে ইনজেকশন দিতে হয়।


সরবরাহ: প্রতি ভায়ালে ২০০ মাত্রা ভ্যাকসিন।


সেবা মূল্য: প্রতি ভায়াল ২৪০.০০ টাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভ্যাকসিনের গুনগতমান অক্ষুন্ন রাখতে করণীয়

ভ্যাকসিনের গুনগতমান অক্ষুন্ন রাখতে করণীয় ১. তরল এবং হিমশুষ্ক উভয় প্রকার ভ্যাকসিন পরিবহন করতে বরফ/আইস ব্যাগসহ ফ্লাস্ক বা কুলবক্স ব্যবহার কর...

জনপ্রিয় পোস্ট