গামবোরো ভ্যাকসিন (Infectious Bursal Disease- IBD Vaccine)
গামবোরো রোগ (Infectious Bursal Disease) মোরগ-মুরগির ভাইরাসজনিত একটি মারাত্মক সংক্রামক রোগ। সাধারণতঃ ৩ থেকে ৮ সপ্তাহ বয়সী মোরগ-মুরগি এ রোগে আক্রান্ত হয়ে থাকে। এ রোগে মোরগ-মুরগির বাচ্চা আক্রান্ত হয় বলে এরূপ নামকরণ করা হয়েছে। আক্রান্ত মোরগ-মুরগির কোচকানো পালক, অবসন্নতা, ময়লাযুক্ত পায়ুস্থান, উচ্চ তাপমাত্রা, কাঁপুনি ও পানির মতো ডায়রিয়া এ রোগের প্রধান বৈশিষ্ট্য।
ভ্যাকসিনের মাস্টার সিড: বিএইউ ৪০৪ (BAU-404) স্ট্রেইন।
অরিজিন: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
ব্যবহারবিধি:
১. ৫০ মিলি ডাইল্যুয়েন্টের সাথে মিশ্রণের পর ১ ফোঁটা চোখে প্রয়োগ করতে হয়।
২. সাধারণতঃ ১০ থেকে ২১ দিন বয়সে এই ভ্যাকসিন প্রয়োগ করতে হয়। (৭ দিন পর পুনরায় প্রয়োগ করতে হয়), তবে মাতৃ-এন্টিবডির টাইটারের উপর নির্ভর করে এই ভ্যাকসিন প্রয়োগ করা উত্তম।
সরবরাহ: প্রতি ভায়ালে ১০০০ মাত্রা ভ্যাকসিন এবং সাথে ৫০ মিলি ডাইল্যুয়েন্ট।
সেবা মূল্য: প্রতি ভায়াল ২৫০.০০ টাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন