About Me

আমি, অরণ্য সাদেকুর রহমান, একজন মানুষ।

ভেটেরিনারিয়ান—পেশায়। বাবা-মার সন্তান, স্ত্রীর স্বামী, দুই কন্যার বাবা, বন্ধুদের বন্ধু, প্রিয়জনদের প্রিয় হয়ে থাকার চেষ্টায়।


আমার অনেক অনেক শখ—ছবি তোলা, ভিডিও করা, পেইন্টিং, সাইকেল চালানো, আড্ডা দেওয়া, মুভি দেখা, বাগান করা, গান গাওয়া, প্রিয়জনদের সঙ্গে গল্প করা, খেলা করা।

তাছাড়া আমি মুগ্ধ হই আইফোন, আইপ্যাড, ল্যাপটপ, পিসি, আইটি, দর্শন, ইতিহাস, যুদ্ধ, কবিতা, উপন্যাস, মহাকাশ, শূন্য, কল্পনা, আল্পনা, স্বপ্ন, স্মৃতি, বেদনা, বিরহ আর প্রেমে।


পেশাগতভাবে আমি বর্তমানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, তালতলী, বরগুনায় কর্মরত। আমি ৪০তম বিসিএস পরিবারের একজন সদস্য। পড়াশোনা করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে। তার আগে কেটেছে বগুড়া ও সাভারে—ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে।


এই ব্লগ আসলে আমার ও আমার চারপাশের অভিজ্ঞতা, ভাবনা ও শখ নিয়ে—যা শেয়ার করলে যদি কারও সঙ্গে মিলে যায়, তাহলে গল্প জমবে, আড্ডা হবে, আর হয়তো কেউ উপকৃতও হবে।


all time is affecting altime all the time.





📬 যোগাযোগ



  • ইমেইল: sadequr.dls@yahoo.com
  • [সোশ্যাল মিডিয়া লিংক থাকলে সেগুলো দিন]


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভ্যাকসিনের গুনগতমান অক্ষুন্ন রাখতে করণীয়

ভ্যাকসিনের গুনগতমান অক্ষুন্ন রাখতে করণীয় ১. তরল এবং হিমশুষ্ক উভয় প্রকার ভ্যাকসিন পরিবহন করতে বরফ/আইস ব্যাগসহ ফ্লাস্ক বা কুলবক্স ব্যবহার কর...

জনপ্রিয় পোস্ট