শনিবার, ২১ জুন, ২০২৫

ফাউল পক্স ভ্যাকসিন (Fowl Pox Vaccine)

 ফাউল পক্স ভ্যাকসিন (Fowl Pox Vaccine)


ফাউল পক্স মোরগ-মুরগির ভাইরাসজনিত একটি রোগ। আক্রান্ত মোরগ-মুরগির ঝুঁটি, কানের লতি, পা, পায়ের আঙ্গুল এবং পায়ুর চার পাশে বসন্তের মত ফুসকুড়ি দেখা দেয়। চোখের চারপাশে এই ক্ষত সৃষ্টির ফলে চোখ বন্ধ হওয়ার উপক্রম হয়। এই রোগে বাচ্চা মোরগ-মুরগি বয়স্ক মোরগ-মুরগি অপেক্ষা বেশি সংবেদনশীল।


ভ্যাকসিনের মাস্টার সিড: বোডেট (Beaudette) স্ট্রেইন।


অরিজিন: মালয়েশিয়া।

ব্যবহারবিধি:


১. প্রথমে ভ্যাকসিনের ভায়ালে ৩ মিলি পরিশ্রুত পানি নিয়ে ভাল করে মিশাতে হবে। এই ভ্যাকসিন প্রয়োগের জন্য বিশেষ ধরনের সুঁচ (Bifurcated Needle) বা বিকল্প হিসেবে ইনজেকশনের সুচের অর্ধাংশ ডুবিয়ে ৩০ দিন বা তদুর্ধ্ব বয়সী মোরগ-মুরগির পাখার ত্রিকোণাকৃতি পালক/লোমবিহীন স্থানের চামড়ায় একাধিকবার খুঁচিয়ে প্রয়োগ করতে হয়।


২. এই ভ্যাকসিন আজীবনের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। মাতৃ-এন্টিবডি বাচ্চায় সঞ্চারিত হয়।


৩. এই ভ্যাকসিন জীবনে একবার প্রয়োগই যথেষ্ট।


সরবরাহ: প্রতি ভায়ালে ২০০ মাত্রা


সেবা মূল্য: প্রতি ভায়াল ৫০.০০ টাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভ্যাকসিনের গুনগতমান অক্ষুন্ন রাখতে করণীয়

ভ্যাকসিনের গুনগতমান অক্ষুন্ন রাখতে করণীয় ১. তরল এবং হিমশুষ্ক উভয় প্রকার ভ্যাকসিন পরিবহন করতে বরফ/আইস ব্যাগসহ ফ্লাস্ক বা কুলবক্স ব্যবহার কর...

জনপ্রিয় পোস্ট