শনিবার, ২১ জুন, ২০২৫

মারেক্স ভ্যাকসিন (Marek's Vaccine)

 মারেক্স ভ্যাকসিন (Marek's Vaccine)


মারেক্স ডিজিজ (Marek's Disease) মোরগ-মুরগির একটি লিমফো প্রোলিফারেটিভ (Lympho-proliferative) রোগ। পেরিফেরাল স্নায়ু, যৌন গ্রন্থি, আইরিস, বিভিন্ন অঙ্গ, পেশী ও ত্বকে এককেন্দ্রীক কোষের অনুপ্রবেশ (Infiltration) এ রোগের প্রধান বৈশিষ্ট্য। পেরিফেরাল স্নায়ুতে এককেন্দ্রিক কোষের অনুপ্রবেশের কারণে স্নায়ু স্ফীত হয়ে পক্ষাঘাত সৃষ্টি করে। তাই এ রোগকে ফাউল প্যারালাইসিস বলা হয়।


ভ্যাকসিনের মাস্টার সিড: এইচভিটিএফসি-১২৬ (HVTFC-126) strain, সেরোটাইপ-৩।


অরিজিন: ইংল্যান্ড।


ব্যবহারবিধি: ২০০ মিলি ডাইল্যুয়েন্টের সাথে মিশ্রণের পর ০.২ মিলি করে মাথার ঠিক পিছনে ঘাড়ের চামড়ার নীচে প্রয়োগ করতে হবে। ১ (এক) দিন বয়সের মুরগির বাচ্চাকে এই ভ্যাকসিন প্রয়োগ করতে হয়।


সরবরাহ: প্রতি ভায়ালে ১০০০ মাত্রা ভ্যাকসিন এবং সাথে ২০০ মিলি ডাইল্যুয়েন্ট।


সেবা মূল্য: প্রতি ভায়াল ৪০০.০০ টাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভ্যাকসিনের গুনগতমান অক্ষুন্ন রাখতে করণীয়

ভ্যাকসিনের গুনগতমান অক্ষুন্ন রাখতে করণীয় ১. তরল এবং হিমশুষ্ক উভয় প্রকার ভ্যাকসিন পরিবহন করতে বরফ/আইস ব্যাগসহ ফ্লাস্ক বা কুলবক্স ব্যবহার কর...

জনপ্রিয় পোস্ট