ছাগলের বসন্ত ভ্যাকসিন (Goat Pox Vaccine)
গোট পক্স একটি ভাইরাসজনিত রোগ। গোট পক্স মৃদু ও মারাত্মক প্রকৃতির হয়ে থাকে। আক্রান্ত ছাগলের লোমবিহীন ত্বকে বিশেষ করে ঠোঁট, নাক, লেজের নীচে এবং ওলানে গুটি দেখা দেয়। এ রোগে ছাগলের উচ্চ তাপমাত্রা (জ্বর), শ্বাসতন্ত্রের সংক্রমণ, লোমহীন ত্বকে প্রধানত নাকের বহির্ভাগে (মাজল), মুখগহ্বরে ও ওলানের আশেপাশে ক্ষত দেখা দেয়। এ রোগে ছাগলের চামড়া নষ্ট হয়ে যায়। বাচ্চা ছাগলের মৃত্যুর হার অত্যধিক। সুপ্তিকাল ২ থেকে ১৪ দিন।
ভ্যাকসিনের মাস্টার সিড: লোকাল স্ট্রেইন।
অরিজিন: বিএলআরআই, সাভার, ঢাকা।
ব্যবহারবিধি: প্রতি ভায়ালে ভ্যাকসিন ১০০ মিলি ডাইল্যুয়েন্টের সাথে মিশ্রণের পর পশুকে ১ মিলি করে চামড়ার নীচে প্রয়োগ করতে হয়।
সরবরাহ: প্রতি ভায়ালে ১০০ মাত্রা ভ্যাকসিন এবং সাথে ১০০ এমএল ডাইল্যুয়েন্ট।
সেবা মূল্য: প্রতি ভায়াল ৭৫.০০ টাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন