শনিবার, ২১ জুন, ২০২৫

পিপিআর

 পিপিমার (Peste des Petits Ruminants/PPR Vaccine)


পিপিআর ছাগলের একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। রোগটি অত্যন্ত ছোঁয়াচে এবং প্রাদুর্ভাব এলাকায় শতকরা প্রায় ১০০ ভাগ ছাগল এ রোগে আক্রান্ত হতে পারে। এ রোগে ভেড়াও আক্রান্ত হয়, তবে ভেড়ার চেয়ে ছাগল বেশি সংবেদনশীল। আক্রান্ত ছাগলের মৃত্যুর হার শতকার ৫০ খেকে ৮০ ভাগ। বাংলাদেশে প্রায় সর্বত্রই এর প্রাদুর্ভাব দেখে যায়। সব বয়সের ছাগল আক্রান্ত হতে পারে, তবে এক বছর পর্যন্ত বয়সের ছাগলে মৃত্যুহার বেশি। উচ্চ তাপমাত্রা, পাতলা পায়খানা (ডায়রিয়া), পানিস্বল্পতা, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, মুখে ঘা এ রোগের প্রধান বৈশিষ্ট্য।

ভ্যাকসিনের মাস্টার সিড: লোকাল (শহীদ টিটো) স্ট্রেইন এবং নাইজেরিয়া ৭৫/১।


অরিজিন: বিএলআরআই, সাভার, ঢাকা এবং CIRAD।


ব্যবহারবিধি: প্রতি ভায়াল ভ্যাকসিনসরবরাহকৃত ১০০ এমএল ডাইল্যুয়েন্টের সাথে মিশ্রণের পর ছাগল/ভেড়াকে ১ এমএল করে ঘাডের চামড়ার নীচে প্রয়োগ করতে হয়। মিশ্রণের পূর্বে সরবরাহকৃত ডাইল্যুয়েন্ট ১০-১২ ঘন্টা ৪°থেকে ৮° সেলসিয়াসতাপমাত্রায় ঠান্ডা করে নিতে হবে। মায়ের ভ্যাকসিন দেওয়া থাকলে ৩ মাস বয়সের ছাগল/ভেড়াকে এ ভ্যাকসিন দেওয়া হয়। তবে মায়ের ভ্যাকসিন দেওয়া না থাকলে ২ মাস বয়সের ছাগল/ভেড়াকেও এ ভ্যাকসিন দেয়া যায়, সেক্ষেত্রে ৬ মাস বয়সে পুনরায় (বুস্টার) ভ্যাকসিন প্রয়োগ করতে হয়। গর্ভাবস্থায় এই ভ্যাকসিন প্রয়োগ করা যাবে, তবে সতর্কতা অবলম্বন করতে হবে । এই ভ্যাকসিনের কার্যকাল কমপক্ষে ১ বছর। আক্রান্ত ছাগল/ভেড়াকে বা আক্রান্ত এলাকায় এই ভ্যাকসিন প্রয়োগ করা যাবে না।


সরবরাহ: প্রতি ভায়ালে ১০০ মাত্রা ভ্যাকসিন এবং সাথে ১০০ এমএল ডাইল্যুয়েন্ট।


সেবা মূল্য: প্রতি ভায়াল ৭০.০০ টাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভ্যাকসিনের গুনগতমান অক্ষুন্ন রাখতে করণীয়

ভ্যাকসিনের গুনগতমান অক্ষুন্ন রাখতে করণীয় ১. তরল এবং হিমশুষ্ক উভয় প্রকার ভ্যাকসিন পরিবহন করতে বরফ/আইস ব্যাগসহ ফ্লাস্ক বা কুলবক্স ব্যবহার কর...

জনপ্রিয় পোস্ট