পিজিয়ন পক্স ভ্যাকসিন (Pigeon Pox Vaccine)
পিজিয়ন পক্স কবুতরের একটি ভাইরাসজনিত রোগ। এ রোগের সুপ্তিকাল ৪ থেকে ২০ দিন। মাথা ও ঝুঁটিতে ফুসকুড়ি সৃষ্টি প্রধান লক্ষণ। অনেক সময় মুখগহ্বর, খাদ্যনালী, শ্বাসনালীতে ডিপথেরিক লিশন দেখা যায়। বাচ্চা কবুতরের ক্ষেত্রে খাবার খেতে না পারার জন্য মৃত্যু হার ৯০% থেকে ১০০% পর্যন্ত হতে পারে।
ভ্যাকসিনের মাস্টার সিড: পিজিয়ন পক্স ভাইরাস লোকাল স্ট্রেইন।
অরিজিন: প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকা।
ব্যবহারবিধি: এই ভ্যাকসিন ৩ থেকে ৭ দিন বয়সী বাচ্চা মুরগি ও ৭ দিন বা তদুর্ধ্ব বয়সী কবুতরে প্রয়োগ করা হয়। এই ভ্যাকসিনের অন্যান্য ব্যবহার বিধি ফাউল পক্স ভ্যাকসিনের অনুরূপ।
সরবরাহ: প্রতি ভায়ালে ২০০ মাত্রা।
সেবা মূল্য: প্রতি ভায়াল ৪০.০০ টাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন