শনিবার, ২১ জুন, ২০২৫

বাচ্চা মুরগির রাণীক্ষেত টিকা

 বাচ্চা মুরগির রাণীক্ষেত টিকা

Baby Chick Ranikhet Disease Vaccine (BCRDV)


মোরগ মুরগির সংক্রামক রোগগুলোর মধ্যে রাণীক্ষেত রোগ বা নিউক্যাসেল ডিজিজ (New Castle Disease) ভাইরাস জনিত একটি মারাত্মক সংক্রামক ব্যাধি। এ রোগের জীবাণু আক্রান্ত বাচ্চা মোরগ-মুরগির শ্বাসতন্ত্র, পরিপাকতন্ত্র ও স্নায়ুতন্ত্র আক্রান্ত করে বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ প্রকাশ করে। পরিপাকতন্ত্র আক্রান্তের ফলে মোরগ-মুরগি সাদা চুনের ন্যায় অথবা সবুজ বর্ণের পাতলা মল ত্যাগ করে। এ রোগের সুপ্তিকাল ৩ থেকে ৬ দিন।


টিকার মাস্টার সীড: লেন্টোজেনিক এফ (F) স্ট্রেইন।

অরিজিন: খাদ্য ও কৃষি সংস্থা (FAO)

উৎপাদক : প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান , এল আর আই , মহাখালী , ঢাকা


ব্যবহার বিধি:

প্রতি ভায়ালে ০.৫ এমএল টিকা হিমশুষ্ক অবস্থায় থাকে। এ টিকা প্রদানের জন্য ৬ এমএল পরিশ্রুত পানি, জীবাণুমুক্ত পরিষ্কার মিশ্রণ, সিরিঞ্জ নিডিল ও আইড্রপার প্রয়োজন হয়। পানির তাপমাত্রা ২০ থেকে ৮০ সেলসিয়াস হওয়া বাঞ্ছনীয়। সিরিঞ্জের সাহায্যে ৬ এমএল পরিশ্রুত পানির কিছুটা অংশ নিয়ে টিকা ভায়ালে প্রবেশ করাতে হবে। টিকা গুলানোর জন্য ভায়ালে ধীরে ধীরে নাড়তে হবে এবং পুরো মিশ্রণটি সিরিঞ্জে টেনে নিতে হবে অতপর তা অবশিষ্ট পরিশ্রুত পানি সহিত মিশিয়ে নিতে হবে। এরপর পরিষ্কার জীবাণুমুক্ত আই ড্রপারের সাহায্যে মিশ্রিত টিকা নিয়ে মুরগির বাচ্চার চোখে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, বাচ্চা ঢোক গিললে বুঝা যাবে টিকা প্রয়োগ সঠিকভাবে সম্পন্ন হয়েছে। যেকোন চোখে ১ (এক) ফোটা করে টিকা দিতে হবে। এই টিকার রং সবুজ। সাধারণত: ৪ হতে ৭ দিন বয়সের মুরগির বাঁচ্চার চোখে প্রথম এ টিকা প্রয়োগ করা উত্তম। কারণ, এ ক্ষেত্রে মাতৃ-এন্টিবডি মাতৃ-এন্টিবডি দ্বারা টিকার ভাইরাস নিউট্রালাইজ (নিষ্ক্রিয়) হওয়ার সম্ভাবনা কম থাকে। প্রথম টিকা প্রয়োগের ১৪ দিন পর অর্থাৎ ১৮ থেকে ২১ দিন বয়সে এই টিকা একইভাবে পুনরায় প্রয়োগ করতে হয়। এই টিকার রোগ প্রতিরোধ ক্ষমতা ৬ থেকে ৭ সপ্তাহ স্থায়ী হয়। এ সময়ের পরে বড় মুরগির রাণীক্ষেত টিকা প্রয়োগ করতে হয়।


সরবরাহ: প্রতি ভায়ালে ১০০ মাত্রা।


মুল্য: প্রতি ভায়ালে ১৫.০০ টাকা মাত্র।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভ্যাকসিনের গুনগতমান অক্ষুন্ন রাখতে করণীয়

ভ্যাকসিনের গুনগতমান অক্ষুন্ন রাখতে করণীয় ১. তরল এবং হিমশুষ্ক উভয় প্রকার ভ্যাকসিন পরিবহন করতে বরফ/আইস ব্যাগসহ ফ্লাস্ক বা কুলবক্স ব্যবহার কর...

জনপ্রিয় পোস্ট