শনিবার, ২১ জুন, ২০২৫

বাদলা ভ্যাকসিন (Black Quarter/BQ Vaccine)

 বাদলা ভ্যাকসিন (Black Quarter/BQ Vaccine)


বাদলা একটি তীব্র প্রকৃতির মারাত্মক সংক্রামক রোগ। কম বয়সে অর্থাৎ ৬ মাস থেকে ৩ বছর বয়সের স্বাস্থ্যবান গরু, মহিষ, ছাগল ও ভেড়াতে এ রোগ বেশি দেখা যায়। Clostridium Chauvoei নামক ব্যকটেরিয়া দ্বারা এ রোগ হয়ে থাকে। আমাদের দেশে বর্ষা মৌসুমে এ রোগ বেশি দেখা যায় বলে একে বাদলা রোগ বলে। এ রোগে মৃত্যুর হার খুবই বেশি। পশুর জ্বর হয় এবং উরু, ঘাড়, কাঁধ ও কোমরের আক্রান্ত স্থান ফুলে ওঠে। এ সব স্থানে চাপ দিলে পচ পচ্ (cripitating sound) শব্দ হয়। আক্রান্ত স্থানে আস্তে আস্তে পচন ধরে।


ভ্যাকসিন মাস্টার সিড: লোকাল স্ট্রেইন।

অরিজিন: প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকা।


ব্যবহারবিধি:


১. গরু ও মহিষের ৫মিলি মাত্রায় এবং ছাগল ও ভেড়ায় ২মিলি মাত্রায় গলা বা ঘাড়ের ঢিলা চামড়ার নিচে এই ভ্যাকসিন প্রয়োগ করতে হয়। ৬ মাস থেকে ৩ বছর বয়সী পশুকে বাদলা ভ্যাকসিন দেয়া হয়। ভ্যাকসিন প্রদানের আগে বোতল ভালভাবে ঝাঁকিয়ে নিতে হয়।


২. ভ্যাকসিন প্রদানের ২ থেকে ৩ সপ্তাহের ভিতর পূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মে। রোগ প্রতিরোধ ক্ষমতা ৬ মাস পর্যন্ত বজায় থাকে তাই ৬ মাস অন্তর অন্তর এ ভ্যাকসিন দিতে হয়। ১ম মাত্রা প্রয়োগের ৪ সপ্তাহ পর ২য় মাত্রা ভ্যাকসিন দিলে দীর্ঘ মেয়াদে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়। সেক্ষেত্রে ১ বৎসর অন্তর অন্তর ভ্যাকসিন দিতে হয়।


সরবরাহ: প্রতি ভায়ালে গরু/মহিষের জন্য ২০ মাত্রা ভ্যাকসিন এবং ছাগল/ভেড়ার জন্য ৫০ মাত্রার ভ্যাকসিন।

সেবা মূল্য: প্রতি ভায়াল ৪০.০০ টাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ভ্যাকসিনের গুনগতমান অক্ষুন্ন রাখতে করণীয়

ভ্যাকসিনের গুনগতমান অক্ষুন্ন রাখতে করণীয় ১. তরল এবং হিমশুষ্ক উভয় প্রকার ভ্যাকসিন পরিবহন করতে বরফ/আইস ব্যাগসহ ফ্লাস্ক বা কুলবক্স ব্যবহার কর...

জনপ্রিয় পোস্ট